reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০১৭

নতুন ইসির অধীনে বাঘাইছড়ি পৌরসভায় ভোট গ্রহণ চলছে

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা শুরু হওয়া গ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন উপলক্ষে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। বাঘাইছড়ি পৌর নির্বাচন সবার আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। কারণ এই নির্বাচন নতুন কমিশনের অধীনে প্রথম নির্বাচন।

বাঘাইছড়ি পৌরসভার মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১১৭ জন। এর মধ্যে পাহাড়ি ভোটার ১,৭০০ জন।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাফর আলী নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী ওমর আলী ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ‘সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহন চলছে। এই নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কোথাও কোন অনিয়ম দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নতুন ইসি,পৌরসভা,ভোট গ্রহণ,বাঘাইছড়ি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist