reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০১৭

‘বিএনপির সাথে আর আলোচনার সুযোগ নেই’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বিএনপির দ্বিতীয়বার আলোচনার সুযোগ নেই। আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন তিনি। এদিকে কথা প্রসঙ্গে নারায়ণগঞ্জ ৭ খুন সম্পর্কে প্রশ্ন করলে এ রায়কে বিরল ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ রায় হল অপরাধীদের জন্য আদালতের কঠোর সতর্কবার্তা। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সাইদুল হক, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন ও উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম। ওবায়দুল কাদের নির্বাচন কমিশন পুনর্গঠন প্রসঙ্গে বলেন, দেশের নাম্বার ওয়ান ব্যক্তির সঙ্গে ইসি গঠন নিয়ে বিএনপির আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠন নিয়ে আলোচনা হওয়ায় তাদের দ্বিতীয়বার আলোচনার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে। ইসি গঠনের বিষয়টি হল রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি কীভাবে সার্চ কমিটি গঠন করবে। নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর কোনো ভূমিকা নেই।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আলোচনার সুযোগ,বিএনপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist