reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জুলাই, ২০২০

বিয়ন্ড দ্য প্যানডেমিকের ১০ম পর্ব মঙ্গলবার

করোনাভাইরাস মোকাবিলায় তরুণদের ভূমিকা নিয়ে বিয়ন্ড দ্য প্যানডেমিকের ১০ম পর্ব মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

এই মহামারিতে পর্যুদস্ত মানুষের সেবায় করোনা সংকটের শুরু থেকেই বাংলাদেশের তরুণেরা এগিয়ে এসেছে। হাত বাড়িয়ে দিয়েছে যার যার অবস্থান থেকে। সরকারের তরুণ সাংসদ, দলের তরুণ নেতা, এই সংকট থেকে উত্তরণের সংগ্রামে কেউ পিছিয়ে নেই। তরুণদের এই সামগ্রিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে বিয়ন্ড দ্য প্যানডেমিকের ১০ম পর্বের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠিতব্য এই পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে—করোনাসংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা। আওয়ামী লীগের এই বিশেষ ওয়েবিনা প্রচারিত হবে দলের অফিসিয়াল ফেসবুক পেজ (www.facebook.com/awamileague.1949) ও ইউটিউব চ্যানেলে (www.youtube.com/user/myalbd)।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের পরিচালনায় এবারের পর্বে আলোচক হিসেবে যুক্ত হবেন—পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়, চট্টগ্রামের নারী সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা মেডিক্যাল কলেজের কোভিড বিশেষায়িত হাসপাতালের মেডিসিন ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডা. ফরহাদ উদ্দিন হাছান চৌধুরী মারুফ, মিশন সেভ বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইমরান কাদির এবং চ্যানেল ২৪-এর রিপোর্টার সাংবাদিক জিনিয়া কবির সুচনা।

এর আগে বিয়ন্ড দ্য প্যান্ডেমিকের ৯টি পর্ব হয়েছে। সর্বশেষ পর্ব প্রচারিত হয়েছে গত ৪ জুলাই। করোনা মোকাবিলায় তৃণমূল আওয়ামী লীগের ভূমিকা নিয়ে সাজানো এই পর্বে অন্যতম আলোচক ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এবং সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আওয়ামী লীগ,বিয়ন্ড দ্য প্যানডেমিক,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close