reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০২০

খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্তের প্রশংসা যুক্তরাষ্ট্রের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে অস্থায়ী মুক্তি দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার তাকে মানবিক কারণে দুই শর্তে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কূটনীতিক অ্যালিস ওয়েলস টুইট করেছেন। তিনি বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।

একই সঙ্গে করোনাভাইরাস বিস্তারের বিষয় উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন। টুইটে আরও বলেছেন, বৈশ্বিক এই মহামারীতে (করোনা সংক্রমণ) এমন নেতৃত্ব প্রয়োজন, যা সমবেদনা ও জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়া। তাকে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বিশেষ কারাগার স্থাপন করে সেখানে রাখা হয়। গত বছরের এপ্রিল থেকে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খালেদা জিয়া,বিএনপি,মুক্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close