reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মার্চ, ২০২০

সাবেক হুইপ শহীদুল হক জামাল আর নেই

জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল মারা গেছেন। বুধবার বাংলাদেশ সময় রাত ৩টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শহীদুল হক পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক ও শহীদুল হক জামালের সাবেক এপিএস ফকির নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অসুস্থতার কারণে গত ৪ মার্চ দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে তার গলব্লাডারে অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরদেহ ঢাকায় আসার পরে দাফনের সিদ্ধান্ত হবে।

শহীদুল হক ১৯৯১ ও ২০০১ সালে দুটি নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপ ও দুটি জেলার মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শহীদুল হক জামাল,হুইপ,বিএনপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close