reporterঅনলাইন ডেস্ক
  ০১ জানুয়ারি, ২০২০

কেন নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, জানালেন ফখরুল

অবশেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখ খুলেছেন। আসন্ন সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন তিনি। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না-এটা বারবার প্রমাণের জন্য বিএনপি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফখরুল একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৪ সালের নির্বাচনে না যাওয়াটা প্রমাণ করতে ২০১৮ সালে নির্বাচনে গেছি। আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না-তা প্রমাণ করার জন্য গেছি। সিটি নির্বাচনে (আসন্ন ঢাক সিটি করপোরেশন নির্বাচন) কেন গেছি? আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না-এটা বারবার প্রমাণের জন্য সিটি নির্বাচনে গেছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার পরিষ্কার বলেই দিয়েছেন ‘‘সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য এই নির্বাচন কমিশন যোগ্য নয়।’’ আমরা বলতে চাই-এই নির্বাচন কমিশনকে সরাতে হবে, এই সরকারকে সরাতে হবে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন করতে হবে। বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছে। জনগণ তারে ভোট দেয়নি। রাস্তার মধ্যে ১০০ জন লোককে জিজ্ঞাসা করুন, ৯০ জন বলবে, এই সরকারকে চাই না।’

ছাত্রদলকে শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সমস্যা নিয়ে আন্দোলনের পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘যখন ডাকসুর ভিপি নুরুল হককে মারে, ছাত্রদলের নেতাকর্মীদের নিগৃহীত করে, তখন তোমাদের জেগে উঠে প্রতিরোধ গড়ে দাঁড়াতে হবে। প্রতিরোধ ছাড়া বিজয় অর্জন করা সম্ভব হয় না।’

তবে সিটি নির্বাচনে বিএনপির দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন ছাত্রদলের এই সমাবেশে না আশায় হতাশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

মির্জা ফখরুল বলেন, ‘আমি খুব হতাশ! যদি মেয়র প্রার্থী দুজন এখানে আসতেন, এসে তোমারে সাথে পরিচিত হতেন। তারা এসে ধানের শীষে ভোট চাইতেন।’

পিডিএস/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফখরুল,নির্বাচন,বিএনপি,ছাত্রদল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close