reporterঅনলাইন ডেস্ক
  ২৫ আগস্ট, ২০১৯

দুদকে জিজ্ঞাসাবাদ মাহী বি চৌধুরীকে

যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।

রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।

একই অভিযোগে মাহী বি চৌধুরীর স্ত্রী আশফাহ হককে তলব করা হলেও তিনি দুদকে আসেননি। গত ৪ আগস্ট মাহী বি চৌধুরীর বারিধারার ঠিকানায় দুটি নোটিস পাঠিয়ে এই দম্পতিকে ৭ আগস্ট কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল।

কিন্তু অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য আরো সময় চেয়ে তারা ৭ আগস্ট কমিশনে আবেদন করেন। এই প্রেক্ষিতে ২৫ আগস্ট তাদের কমিশনে হাজির হওয়ার সময় দিয়ে আবারও চিঠি পাঠানো হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুদক,জিজ্ঞাসাবাদ,মাহী বি চৌধুরী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close