reporterঅনলাইন ডেস্ক
  ১০ আগস্ট, ২০১৯

জাতীয় শোক দিবস পালনে ১৪ দলের কর্মসূচি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

কর্মসূচির মধ্যে রয়েছে—আগামী ১৫ আগস্ট সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন জোটের নেতারা। পরে সকাল ১০টায় বনানী কবরস্থানে শাহাদাৎ বরণকারী জাতির পিতার পরিবারের সদস্য ও জাতীয় তিন নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

২৫ আগস্ট বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৪ দলের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জোট ঘোষিত কর্মসূচিতে সংশ্লিষ্টদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কর্মসূচি,জাতীয় শোক দিবস,১৪ দল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close