reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০১৯

আইসিইউতে এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বুধবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়ে। সেখানকার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাপার সাবেক মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার।

সি এম এইচ হাসাপাতাল থেকে ফিরে হাওলাদার বলেন, ‘তাকে ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করছি চিকিৎসকদের আন্তরিকতায় আল্লাহর রহমতে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, এরশাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কয়েকদিন ধরে জ্বর থাকায় দুর্বলবোধ করছিলেন তিনি। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে নেওয়া হয়। রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন এরশাদ।’

এর আগে জাপা চেয়ারম্যান সিএমএইচের পাশাপাশি সিঙ্গাপুরেও নিয়মিত শারীরিক চেকআপ করান। সর্বশেষ ২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইসিইউ,এরশাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close