reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুন, ২০১৯

বিএনপির কার্যালয়ে ছাত্রদলের বহিষ্কৃতদের হামলা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে ছাত্রদলের বহিষ্কৃত নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করতে গেলে বাধা পেয়ে এই ভাঙচুর চালায়। তারা কার্যালয়ের টেবিল ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীর কয়েকজন আহত হয়। এ ঘটনার পর বিএনপির কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার ছাত্রদলের বহিষ্কৃত নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। এ সময় কার্যালয়ের ভেতরে অবস্থান করা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে বহিষ্কৃত নেতাকর্মী কার্যালয়ে হামলা চালায়। কার্যালয়ের বাইরে বহিষ্কৃত নেতাকর্মী বিক্ষোভ করছে।

এর আগের দিন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মী। বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ও কাউন্সিলের তারিখ মানেন না জানিয়ে তারা বিক্ষোভ করেন। পরে তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বহিষ্কার,বিএনপি,হামলা,ছাত্রদল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close