reporterঅনলাইন ডেস্ক
  ২০ মে, ২০১৯

বিএনপির মনোনয়ন পেলেন রুমিন ফারহানা

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আজ সোমবার নির্বাচন কমিশনে এসে দলীয় মনোনয়ন জমা দেবেন তিনি। রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।

রুমিন বলেন, দল আমার উপর যে আস্থা রেখেছে বিশেষ করে ম্যাডামের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, জনগণ ও দলের পক্ষে কথা বলা—এটা যেন এমপি হয়ে করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।

প্রসঙ্গত, গত বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বিএনপির একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০ মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে এবং ভোট ১৬ জুন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রুমিন ফারহানা,বিএনপি,মনোনয়ন,ব্যারিস্টার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close