reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মার্চ, ২০১৯

কাঁদতে কাঁদতে হাসপাতালে কাদেরের স্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) কাঁদতে কাঁদতে প্রবেশ করেছেন চিকিৎসারত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের। এসময় তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরা ছিলেন।

রোববার দুপুর ২টার পরে বিএসএমএমইউ’তে প্রবেশ করেন তিনি। তবে এ সময় তিনি ও তার পরিবার সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি। এর আগে ওবায়দুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান।

তিনি বলেন, ২৪ থেকে ৭২ ঘণ্টার আগে কিছুই বলা যাবে না। প্রতিনিয়ত উনার শারীরিক অবস্থার উন্নতি ও একইসঙ্গে অবনতিও ঘটছে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে বুকে ব্যথা অনুভব করলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম শেষে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে বলে জানা গেছে। পরে তাকে সিসিইউতে নেয়া হয়।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাঁদতে কাঁদতে,হাসপাতাল,কাদের,স্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close