নিজস্ব প্রতিবেদক

  ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

যেভাবে এগিয়ে আছেন যুবরাজ

রাজধানীর তুরাগে নতুন গঠিত সিটির ৫৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একদিন পরেই ভোট। ওয়ার্ডটিতে কম বেশি ৯ জন প্রার্থী মাঠে আছেন। এতগুলো প্রার্থীর ভীড়ে তরুণ নেতা জাহাঙ্গীর হোসেন যুবরাজ নিজেকে গুছিয়ে এনেছেন। ভোটের মাঠের নানান কৌশল যেমন তার আয়ত্বে আবার সর্ব শ্রেণিতে নিজেকে মেলে ধরতে পেরেছেন উজ্জ্বল। তাই ৫৪নং ওয়ার্ডে দল-মত-নির্বিশেষে সবার মুখেই এখন যুবরাজের নাম। স্থানীয় প্রভাবশালী সকল পক্ষের সমর্থন এবং তরুণ ভোটারের আগ্রহে তিনি আছেন শীর্ষে।

এলাকাবাসীর মতে, শুরুর দিকে যুবরাজ এতটা গোছালো ভঙ্গিতে না নামতে পারলেও নির্বাচনের একদিন আগে সবাই যেন যুবরাজে পরিণত হয়েছে। গত পরশু দিনে তার নির্বাচনী সমাবেশ ও মিছিল দেখে এমনই মনে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একভোটার।

তাদের মতে, মাঠের সব প্রার্থীই নিজেদের কিছু পকেট ভোট নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামলেও সেই প্রার্থীরা আর বেশিদূর এগিয়েছেন বলে মনে হচ্ছে না। তারপরও শেষ প্রশ্নের জবাব খুঁজতে আর একদিন মাত্র অপেক্ষা করতে হবে। এ নিয়ে ভোটারের মনেও রয়েছে নানা কৌতুহল।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহাঙ্গীর হোসেন যুবরাজ,ডিএনসিসি নির্বাচন,প্রচারণা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close