reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি, ২০১৯

এরশাদ দেশে ফিরেছেন

ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। সোমবার রাত ১০টা ৪০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমান থেকে নেমে এরশাদ হুইল চেয়ারে করে ভিআইপি লাউঞ্জে আসেন। তিনি হেঁটেই গাড়িতে ওঠেন। এরপর সরাসরি বারিধারার বাসায় চলে যান। এ সময় গাড়িতে ছিলেন জি এম কাদের ও এরশাদপুত্র এরিক। গত ২০ জানুয়ারি এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।

এরশাদ পত্নী ও জাপার সিনিয়র কো-চেয়ারপারসন রওশন এরশাদ বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। তিনি এরশাদের মাথায় হাত বুলিয়ে দেন। এরশাদও রওশনের মাথায় হাত বুলিয়ে দেন। এ সময় তাদের দুইজনকে মৃদুস্বরে কথা বলতে দেখা যায়।

এরশাদকে স্বাগত জানাতে বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মসিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সাল চিশতী, এ টি ইউ তাজ রহমান, সালমা ইসলাম, ব্যারিস্টার দিলারা খন্দকার, মাসুদা এম রশিদ চৌধুরী ও নাজমা আক্তার।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় পার্টি,জাপা,এইচ এম এরশাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close