reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০১৯

আ.লীগ নেতা নুরুল আলম চৌধুরী আর নেই

প্রবীণ আওয়ামী লীগ নেতা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নুরুল আলম চৌধুরী রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ ভোর ৫টা ১৫ মিনিটে নগরের পার্কভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনিসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম সভাপতি, সাবেক রাষ্ট্রদূত, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্র রেখে গেছেন। এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে চট্টগ্রাম মহানগরীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

তিনি ১৯৭৩ এবং ১৯৮৬ সালে জাতীয় সংসদে ফটিকছড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১০ সালে ওমানে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করায় নুরুল আলমকে জেলখানায় মোস্তাক সরকারের দ্বারা অমানসিক নির্যাতনের শিকার হতে হয়।

সকাল ১০টায় জমিয়তুল ফালাহ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাযা ও বাদ জোহর ফটিকছড়ি কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা এবং বাদ আসর মতিউর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাযা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফন করা হবে। চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে নুরুল আলমের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

পিডিএসও/হেলাল​

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নুরুল আলম চৌধুরী,আওয়ামী লীগ,চট্টগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close