reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০১৯

বললেন ওবায়দুল কাদের

বিরোধী দলের আসনে বসবেন ১৪ দলের শরিকরা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদে বিরোধী দলের আসনে বসবেন ১৪ দলের শরিকরা। আওয়ামী লীগ চায় সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবেন এসব এমপিরা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

এ সময় বিএনপিকে বেপরোয়া গাড়ির চালকের সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বলেন, পরাজিত বিএনপি বেপরোয়া হলেও সরকার ধৈর্যশীল। নির্বাচনে হেরে যাওয়ার বেদনায় বিএনপি এখন ভয়ঙ্কর বেপরোয়া। কিন্তু সরকার ধৈর্যশীল। ঐক্যফ্রন্টে ভাঙনের সুর।

ওবায়দুল কাদের আরো বলেন, রাজনৈতিক কারণে ১৪ দলের শরীরদের বিরোধী দলে থাকাই ভাল, এতে সরকারের ভুল সংশোধন এবং সমালোচনার সুযোগ থাকবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওবায়দুল কাদের,আওয়ামী লীগ,বিরোধী দল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close