reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০১৯

সংরক্ষিত নারী আসনে আ.লীগের ফরম বিক্রি শুরু

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন।

সকালে প্রথম ফরমটি দেওয়া হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক নার্গিস রহমানকে। সংরক্ষিত নারী আসনের জন্য আটটি বিভাগে মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নতুন ও পুরনো ভবনে চারটি করে বিভাগ করে এই ফরম দেওয়া হচ্ছে।

আজ সারাদিন এই কার্যক্রম চলবে। প্রতিটি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। মনোনয়ন ফরম সংগ্রহ করতে সকাল থেকেই ধানমন্ডি কার্যালয়ের বাইরে জড়ো হয়েছেন মনোনয়ন প্রার্থীরা। অনেক প্রার্থীর প্রতিনিধি এসেছেন মনোনয়ন ফরম সংগ্রহ করতে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংরক্ষিত নারী আসন,আ.লীগ,মনোনয়ন ফরম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close