তুহিন আহমদ, মহানগর (সিলেট) প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০১৯

ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের অপেক্ষায় সুলতান-মোকাব্বির

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে সিলেট বিভাগের দু’জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে তাদের শপথ নেওয়া না নেওয়া নিয়ে এখনও জটিলতা রয়ে গেছে। তারা কি করবেন এ নিয়েও জনগণের আগ্রহের কমতি নেই। যদিও সম্প্রতি জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন শপথ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে কেন্দ্র থেকেই শপথ না নেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে আভাস আসে। তবে সবকিছু ছাপিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের অপেক্ষাতেই আছেন সিলেটে নির্বাচিত ঐক্যফ্রন্টের দুই প্রার্থী। আপাতত শপথ নিচ্ছেন না তারা।

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (রাজনগর-কুলাউড়া) আসনে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান নির্বাচিত হন।

ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীদের শপথ নেওয়ার বিষয়ে সম্প্রতি গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শেষে গত ৫ জানুয়ারি রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেওয়া হয়। এসময় জানানো হয় সিদ্ধান্ত সাপেক্ষে গণফোরাম ও ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে যাবেন। এ বিষয়ে সুনির্দিষ্ট ও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাও জানিয়েছিলেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।

এর পরদিনই রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্টের সদস্য সচিব ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মিন্টু জানান, নির্বাচনে বিজয়ী ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী এমপি হিসেবে শপথ নিচ্ছেন না। এসময় তিনি বলেছেন, ‘গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্যদের বিষয়ে দেওয়া ড. কামাল হোসেনের বক্তব্য কতিপয় মিডিয়ায় ভুলভাবে এসেছে। গণফোরামের দুজন শপথ নেবে এমন বক্তব্য ড. কামাল হোসেন দেননি।’

সিলেট বিভাগের নির্বাচিত দু’জন প্রার্থীই জানিয়েছেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা যে ঘোষণাই দিবেন সেটিই তারা মেনে নেবেন। তবে এখন পর্যন্ত শপথ নেওয়ার ব্যাপারে কোনো ধরণের চূড়ান্ত সিদ্ধান্তও হয়নি বলে জানিয়েছেন তারা। মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত সুলতান মো. মনসুর বলেন, ‘এখনও শপথ গ্রহনের ব্যপারে চুড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। ধৈর্য্য ধরে অপেক্ষা করেন, সবকিছুই জানতে পারবেন। শপথ গ্রহণের বিষয়ে অনেকেই অনেক কথা বলতে পারেন। অপেক্ষা করুন সব জানতে পারবেন।’

সিলেট-২ আসনে নির্বাচিত গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান বলেন, ‘শপথ গ্রহনের বিষয়টি এখনও পরিস্কার হয়নি। জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের উপর সবকিছু নির্ভর করবে।’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঐক্যফ্রন্ট,সিদ্ধান্ত,সুলতান-মোকাব্বির
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close