reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জানুয়ারি, ২০১৯

শপথ নেননি এরশাদ, এককভাবে নেবেন

ফাইল ছবি : দশম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন এইচ এম এরশাদ

জাতীয় সংসদে অনুষ্ঠিত নবনির্বাচিত সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নেননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এ অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান শপথ নেননি। কী কারণে তিনি শপথ গ্রহণ করেননি তা জানা যায়নি। একটি সূত্র জানিয়েছে, তিনি বিকেলে শপথ নিতে পারেন। আজকে যদি তিন শপথ না নেন; তবে নির্ধারিত সময় সীমার মধ্যেই শপথ নেবেন।

তবে শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমামসহ দলটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসনে জয় পেয়েছে। জাতীয় পার্টি ২২টি আসনে জয় লাভ করেছে। অন্যদিকে বিরোধীজোট বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয় পেয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শপথগ্রহণ অনুষ্ঠান,এরশাদ,শপথ অনুষ্ঠান,জাতীয় সংসদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close