reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জানুয়ারি, ২০১৯

শপথ নিতে সময় চাইলেন সৈয়দ আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম (ফাইল ছবি)

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য সময় চেয়েছেন। এ সংক্রান্ত একটি চিঠি গতকাল বুধবার স্পিকারের দফতরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম একটি চিঠি দিয়ে শপথ নেওয়ার জন্য সময় চেয়েছেন। উনি দেশে ফিরে আসার পর শপথ নিতে চান। এমনিতেই ৯০ দিন সময় উনি পাবেন।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসন। যেখানে নৌকা প্রতীকে জয়ী হন সৈয়দ আশরাফ।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ এখন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সৈয়দ আশরাফ,আওয়ামী লীগ,শপথ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close