reporterঅনলাইন ডেস্ক
  ৩০ ডিসেম্বর, ২০১৮

ঢাকা-৪ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিনের ওপর হামলা

ঢাকা-৪ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর হামলার শিকার হন তিনি।

এ সময় তার সঙ্গে থাকা ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের আকবর আলী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার জন্য জাতীয় পার্টির সমর্থকদের দায়ী করেছেন সালাউদ্দিন আহমেদ।

এদিকে হামলায় আহত সালাউদ্দিনের প্রধান নির্বাচন সমন্বয়কারী তানভির আহমেদ রবিন বলেছেন, ‘এ আসনের ৭৭টি ভোট কেন্দ্রের মধ্যে কমপক্ষে ৫৫টি কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট ও ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি।

রবিনের অভিযোগ, তারা ভোট দিতে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়েছিলেন। তারা আগেই খবর পান, কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

একপর্যায়ে ভবনের চতুর্থ তলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মহাজোটের প্রার্থীর লোকজন তাদের ধাক্কা দেন। তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। এতে সালাউদ্দিনসহ কয়েকজন আহত হন। সালাউদ্দিনকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা-৪ আসন,বিএনপি প্রার্থী,সালাউদ্দিন আহমেদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close