reporterঅনলাইন ডেস্ক
  ২০ ডিসেম্বর, ২০১৮

ঢাকা-১৭ আসন ছেড়ে দিচ্ছেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভোটের আগেই দেশে ফিরছেন, তবে ঢাকা-১৭ আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে তিনি নিজেকে ‘সরিয়ে নিচ্ছেন’ বলে খবর রটে যাওয়ায় তৃণমূল নেতাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের জেলা রংপুরের সদর ও শহরের আসনের (রংপুর-৩) পাশাপাশি ঢাকার গুলশান, বনানী, সেনানিবাস (ঢাকা-১৭) আসনেও প্রার্থী হয়েছিলেন এরশাদ।

এর মধ্যে রংপুরের আসনটি ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও ঢাকার আসনটিতে এরশাদের বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে।

ভোটের এই ডামাডোলের মধ্যেই নানা গুঞ্জনের জন্ম দিয়ে নয় দিন আগে ‘চিকিৎসার জন্য’ সিঙ্গাপুরে চলে যান জাতীয় পার্টির চেয়ারম্যান। আগামী ২২ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন বলে জানান দলের নির্বাচনী সেলের প্রধান ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটে শরিক হয়ে আসন ভাগাভাগির ইস্যুতে মাত্র ২৬টি আসন পেয়ে জাতীয় পার্টি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হুসেইন মুহম্মদ এরশাদ,ঢাকা-১৭ আসন,জাতীয় পার্টি,আসন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close