reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ডিসেম্বর, ২০১৮

ইয়াবা কারবারিদের ভোট কেন্দ্রেও প্রতিহত করা হবে : বদি

কোনো ইয়াবা ব্যবসায়ীকে নৌকায় ভোট দিতে মানা করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমান বদি।

কোনো চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ভোটকেন্দ্রে গেলে তাদের প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন এমপি বদি।

কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী বদির স্ত্রী শাহিন আকতারের প্রচারণায় টেকনাফের হ্নীলার রঙ্গিখালীতে বুধবার পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

স্ত্রীর প্রচারণায় বদি বলেন, উখিয়া-টেকনাফের অনেক বদনাম রয়েছে। এখান থেকে অনেক ব্যক্তি সারা বাংলাদেশে ইয়াবা বিক্রি করে। ইয়াবার কলঙ্ক থেকে টেকনাফের নাম মুছে ফেলতে হবে। টেকনাফ থেকে ইয়াবা সরবরাহ বন্ধ করতে হবে। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে শাস্তি পেতেই হবে। তাদের কোনো রকম রেহাই দেয়া হবে না।

বদি আরো বলেন, যারা ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবা ব্যবসায়ীর পৃষ্ঠপোষক তাদের ভোট কেন্দ্রেও প্রতিহত করতে হবে।

তিনি ইয়াবা ব্যবসায়ীদের নৌকায় ভোট না দেয়ার আহবান জানান।

এ সময় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ, হ্নীলা ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান এস. কে. আনোয়ার, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইউনুস বাঙ্গালী, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, সাধারণ সম্পাদক আব্দুল হক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইয়াবা কারবারি,ভোট কেন্দ্র,প্রতিহত,বদি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close