reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ডিসেম্বর, ২০১৮

ভোটের দিন কী হবে তা নিয়ে সন্দিহান ড. কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ৩০ ডিসেম্বর কী হবে, তা নিয়ে সন্দিহান জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করে যাচ্ছি। কিন্তু, ৩০ ডিসেম্বর ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হতে দেয়া হবে কি না, তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়েই গেছে।’

রোববার বিকেলে পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কামাল হোসেন এ সন্দেহ প্রকাশ করেন।

এ সময় তিনি নির্বাচন ঘিরে ১৮ ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনী মাঠে নামানোর আহ্বান জানান।

প্রবীণ এই আইনজীবী বলেন, ‘ভোটের দিন গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ভোটারদের হুমকি দেয়া হচ্ছে। প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। এভাবে চলতে থাকলে আশঙ্কা থেকেই যায়, ভোটের দিন কী হবে?’

তবে তিনি সবাই জনগণের হয়ে ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানান।

কামাল হোসেন বলেন, ‘নির্বাচনের দিন ঘনিয়ে আসার পরও প্রার্থীদের ওপর হামলা এবং গ্রেফতারে আমরা উদ্বিগ্ন। এভাবে গ্রেফতার সংবিধানবহির্ভূত। এটা হতে পারে না।’

নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশঙ্কাতো আছেই, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কি না? এটা বলতে চাই, জনগণ আমাদের সঙ্গে আছেন।’

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে ঐক্যফ্রন্ট প্রধান বলেন, ‘আজ রাষ্ট্রপতির একটি আমন্ত্রণে যোগ দেব। ওখানে তাকে, আগামীকাল সোমবার আমাদের সাক্ষাতের অনুমতি দেয়া হবে কি না জিজ্ঞেস করব?’

তিনি জানান, আগামীকাল সোমবার বেলা ১১টায় হোটেল পূর্বাণীতে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কার্যকরি সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোটের দিন,সন্দিহান,ড. কামাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close