reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ডিসেম্বর, ২০১৮

সুষ্ঠু পরিবেশ চেয়েছিলাম যা এখনও পাইনি : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা সুষ্ঠু পরিবেশ চেয়েছিলাম যা এখনও পাইনি। মাত্র দুই সপ্তাহ পরে নির্বাচন অথচ আমদের প্রচারে নামতে দেয়া হচ্ছে না। আমাদের নেতাদের গুলি করা হচ্ছে, কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

রোববার ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, বিজয়ের ৪৭ বছরে এসে গণতন্ত্র আজ কারারুদ্ধ, একদিকে বিজয় দিবস পালন করা হচ্ছে অন্যদিকে দেশে চলছে অত্যাচার, অনাচার, অন্যায়।

তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। আজকেও গণতন্ত্রকে মুক্ত করার জন্য আমাদের আন্দোলন চলছে। বিজয়ের মাসেও দেশনেত্রী কারারুদ্ধ। খালেদা জিয়ার মুক্তির জন্য আমদের আন্দোলন চলবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার যখন বিরোধীদের ওপর নিপীড়নে ‘অগ্রণী ভূমিকা’ পালন করছে, তখন নির্বাচন কমিশন তাদের ‘অদক্ষতার’ পরিচয় দিয়ে যাচ্ছে। পাকিস্তান আমাদের গণতন্ত্র বঞ্চিত করেছিল। গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। আজকেও গণতন্ত্রকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম চলেছে, চলবে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফখরুল,সুষ্ঠু পরিবেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close