reporterঅনলাইন ডেস্ক
  ১৫ ডিসেম্বর, ২০১৮

রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ঐক্যফ্রন্টের চিঠি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি জানাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আগামী ১৭ ডিসেম্বর সোমবার ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ফ্রন্টের ১০ সদস্যের প্রতিনিধি দলের জন্য সময় চাওয়া হয়েছে।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল করিব খান জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের সময় চাওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত চিঠিটি গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির দফতরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বানকে সামনে রেখে বিরোধী দলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তার, হামলা, মামলা ও হয়রানি বন্ধের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানাবেন ঐক্যফ্রন্টের নেতারা। একই সঙ্গে নির্বাচনী মাঠে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রপতির পদক্ষেপ চাইবে ঐক্যফ্রন্ট।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাষ্ট্রপতি,জাতীয় ঐক্যফ্রন্ট,চিঠি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close