reporterঅনলাইন ডেস্ক
  ১১ ডিসেম্বর, ২০১৮

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে এরশাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাড়ি জমিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে এসকিউ ৪৪৭ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। তার সঙ্গী হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মনজুরুল ইসলাম।

ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে নির্বাচনে প্রার্থী এরশাদ সিঙ্গাপুর গেলেও তিনি কবে দেশে ফিরবেন তার কোনো সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি। দলের পক্ষ থেকে গতকাল সোমবার জানানো হয়েছে, মেডিক্যাল চেকআপের জন্য এরশাদ সিঙ্গাপুর যাচ্ছেন। চিকিৎসা শেষে তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন।

সিঙ্গাপুর যাবার আগে জিয়াউদ্দিন বাবলু গণমাধ্যমকে বলেন, সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হবেন। কবে দেশে ফিরবেন তা নিভর্র করবে সেখানকার চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এরশাদ,সিঙ্গাপুর,জাতীয় পার্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close