বদরুল আলম মজুমদার

  ১০ ডিসেম্বর, ২০১৮

উত্তরখান মাজার থেকে সাহারা খাতুনের প্রচারণা শুরু

ঢাকা-১৮ আসনের সকল পর্যায়ের নেতা-কর্মীরা রং বে-রংয়ের ব্যানার নিয়ে সোমবার বিকেল থেকেই জড়ো হতে থাকেন উত্তরখান মাজার এলাকায়। মাজার জিয়ারত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নৌকা মার্কার পক্ষে প্রচারে নামেন এ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য অ্যাড. সাহারা খাতুন।

এ সময় ঢাকা-১৮ আসন এলাকার সকল স্তরের নেতা-কর্মীরা স্বতস্ফুর্তভাবে অংশ নিয়ে নৌকার স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। টানা দশ বছর এ আসনে আওয়ামী লীগের এমপি হিসেবে নানান উন্নয়ন কর্মকাণ্ড এবং রাজনৈতিক স্থীতিশীলতার কারণে তৃর্ণমূলে বেশ জনপ্রিয় হয়ে উঠেন আওয়ামী লীগের ত্যাগী এ নেতা। এবারও তৃত্বীয় বারের এমপি হতে পারেন নৌকার এ কাণ্ডারী।

কারণ হিসেবে উত্তরার সিনিয়র নেতারা বলছেন, প্রতিপক্ষ জোটের প্রার্থী এ এলাকায় নতুন। তাছাড়া বিএনপি নিজের দলের প্রার্থী না থাকায় সংঘবদ্ধভাবে তাকে নির্বাচনে জিতিয়ে আনা সম্ভব নয়।

তাই নেতারা বলছেন, সব ঠিক থাকলে আগামী ৩০ তারিখের ভোটের মাধ্যমে সাহারা খাতুন টানা তৃত্বীয়বারের মতো এমপি হতে তেমন বেগ পেতে হবে না।

আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, উত্তরা ১নং ওর্য়াড কাউন্সিলর আফসার উদ্দিন খান, নগর যুগ্ম সম্পাদক হাবিব হাসান, নগর নেতা নাজিম উদ্দীন, মফিজ উদ্দীন বেপারি, দক্ষিণ খান ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মামুন সরকারসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উত্তরা,মাজার,সাহারা খাতুন,প্রচারণা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close