reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০১৮

মনোনয়ন পাননি বিএনপির যেসব হেভিওয়েট নেতা ও সেলিব্রিটি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন দৌড়ে বাদ পড়েছেন বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। এর পাশাপাশি বাদ পড়েছেন বেশ কয়েকজন সেলেব্রেটি।

চট্টগ্রাম-৮ আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানকে বাদ দিয়ে জেলা নেতা আবু সুফিয়ানকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

ঢাকার আসনগুলোর মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া শেষ করেছে দলটি।

যেসব হেভিওয়েট প্রার্থী মনোনয়ন পাননি তারা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সেলিমা রহমান, রুহুল আলম চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স।

মোর্শেদ খান ছাড়াও শেষ পর্যন্ত কয়েকজন সেলিব্রিটি মনোনয়ন পায়নি বিএনপির। তারা হলেন- সংগীত শিল্পী মনির খান, বেবি নাজনিন, চিত্রনায়ক ও জাসাস নেতা হেলাল খান, ফুটবলার আমিনুল হক।

শেষ মুহূর্তে এসে বাদ দেয়া হয়েছে সাবেক বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এর ছেলে খোন্দকার আব্দুল হামিদ ডাবলুকে। মানিকগঞ্জ-১ আসনে এস এ কবির জিন্নার নাম নির্বাচন কমিশনে দেয়া হয়েছে।

এছাড়া শেরপুর-২ একেএস মোখলেছুর রহমান রিপনের স্থলে সাবেক হুইপ প্রয়াত জাহিদ আলীর ছেলে ফাহিম চৌধুরীকে প্রতীক দেয়া হয়েছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মনোনয়ন,হেভিওয়েট নেতা,বিএনপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close