ঝালকাঠি প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর, ২০১৮

‘রাজাকার প্রজন্মকে ৩০ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা সঠিক জবাব দেবে’

ফাইল ছবি

‘রাজাকারদের সন্তানরা এদেশে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। এদেশের মুক্তিযোদ্ধারা সেই কুখ্যাত রাজাকার ও তার প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে পদক্ষেপ নেবে। আগামী ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম স্বাধীনতা বিরোধী রাজাকার এবং রাজাকার প্রজন্মকে সঠিক জবাব দেবে।’

শনিবার ঝালকাঠি হানাদারমুক্ত দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।

ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে শনিবার বিকেলে হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাসন্ডা ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সরদার শামসুল হক আক্কাস, সিদ্দিকুর রহমান, আরিফুর রহমান খান।

বক্তব্য রাখেন— মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মুন্সি, আলতাফ হোসেন, রুহুল আমীন প্রমুখ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজাকার প্রজন্ম,৩০ ডিসেম্বর,মুক্তিযোদ্ধা,জবাব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close