চট্টগ্রাম ব্যুরো

  ০৮ ডিসেম্বর, ২০১৮

‘ইসির আনুকুল্য পেয়েছে বিএনপি’

ফাইল ছবি

বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) আনুকুল্য পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়স্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, এ যাবতকালের কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল ৩০০ আসনে ৮০০ প্রার্থী মনোনয়ন দেয়নি। বিএনপি নজিরবিহীন ভাবে ৮০০ প্রার্থী মনোনয়ন দিয়েছে। নির্বাচন কমিশনে তাদের অনেকের প্রার্থীতা বাতিল হওয়া সত্ত্বেও তাদের ৫৫৬ জনের প্রার্থীতা টিকেছে। ইসিতে আপীলে শুক্রবার পর্যন্ত বিএনপি’র প্রায় ১০০ প্রার্থী ফেরত পেয়েছে।

তিনি বলেন, বিএনপির কয়েকজন প্রার্থী হলফনামায় সাক্ষরই করেননি। এর পরও তারা প্রার্থীতা ফেরত পেয়েছেন। এই জন্যই মির্জা ফখরুল ইসিকে ধন্যবাদ জানিয়েছেন। স্বাক্ষর না থাকা সত্বেও গোলাম মাওলা রনিকে প্রার্থীতা ফেরত দেওয়া হয়েছে। এটা নজিরবিহীন। ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবেই কাজ করছে, ক্ষেত্র বিশেষে নির্বাচন কমিশনের আনুকুল্য পাচ্ছে বিএনপি। আজকেও আপিল চলছে। আজকেও অনেকে প্রার্থীতা ফেরত পাবেন। এর ফলে বর্তমানে তাদের প্রার্থী সংখ্যা সাড়ে ৬শ’ ছাড়িয়ে গেছে। এখন অনেকেই বলছেন বিএনপির নয়াপল্টন অফিস এবং গুলশানের বেগম জিয়ার কার্যালয় এখন মনোনয়ন বাণিজ্যের হাট বসেছে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে কেন্দ্র পাহারা দিতে হবে। কেন্দ্র পাহারা দেয়ার ঘোষণার মাধ্যমে তাদের কেন্দ্র দখল করার দুরবিসন্ধি প্রকাশ পেয়েছে প্রকৃত পক্ষে। বিএনপিকে মিথ্যাচার না করে নির্বাচনে মনোনিবেশ করার আহ্বান জানান ড. হাছান মাহমুদ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসি,আনুকুল্য,বিএনপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close