reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ডিসেম্বর, ২০১৮

আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত

যেসব আসনে দুজনকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছিল, সেসব আসনে একজনকে বাদ দিয়ে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীদের হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর-৬ আসন ড. শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলাম, জামালপুর-৫ আসনে মো. মোজাফফর হোসেন, ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা, ঢাকা-৭ আসনে হাজি মো. সেলিম, ঢাকা-১৭ আসনে আকবর হোসেন পাঠান (ফারুক), চাঁদপুর-১ আসনে মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ আসনে মো. নুরুল আমিন, চাঁদপুর-৪ আসনে মুহম্মদ শফিকুর রহমান, লক্ষ্মীপুর-৩ আসনে এ কে এম শাহজাহান কামাল, নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলি (জন), নাটোর-১ আসনে মো. শহিদুল ইসলাম (বকুল), নড়াইল-১ আসনে বি এম কবিরুল হক, বরগুনা-১ আসনে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, পটুয়াখালী-২ আসনে আ স ম ফিরোজ, টাঙ্গাইল-২ আসনে ছোট মনির, জামালপুর-১ আসনে আবুল কালাম আজাদকে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এসব আসনে দুজনকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছিল।

জোটের শরিকদের মধ্যে চট্টগ্রাম-৮ আসনে জাসদের মঈনউদ্দিন খান বাদল, কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির (জেপি) রুহুল আমিন, পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, চট্টগ্রাম-২ আসনে সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারিকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মনোনয়ন,আওয়ামী লীগ,প্রার্থী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close