কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

  ২৭ নভেম্বর, ২০১৮

‘নির্বাচন চাইলে তারা সিইসির পদত্যাগ চাইতো না’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সিইসির পদত্যাগ যারা নির্বাচনের একমাস আগে দাবি করে- তাদের উদ্দেশ্য পরিস্কার। নির্বাচন চাইলে এ মূহুর্তে সিইসির পদত্যাগ তারা চাইতো না। এ মূহুর্তে সিইসির পদত্যাগ চাওয়ার অর্থ হচ্ছে তারা নির্বাচন চায় না, নির্বাচন বাঞ্চাল করতে চায়। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, জনবিচ্ছিন্ন দলছুট নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে- ততই বিএনপি আরো জনসমর্থন হারিয়ে ফেলছে। বিএনপির ভাঙ্গা হাড় নেতায় নেতায় ঐক্য হচ্ছে, ভাঙ্গা হাড় জমছে না।’

মঙ্গলবার দুপুর ১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফয়সল আহম্মদ এর কাছে মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন— ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভির প্রমুখ। পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নির্বাচন,সিইসি,পদত্যাগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close