ফরিদপুর প্রতিনিধি

  ২৭ নভেম্বর, ২০১৮

মনোনয়ন প্রাপ্তদের বরণ করলো ফরিদপুর আ.লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে আওয়ামী লীগ। নৌকা প্রতীক প্রাপ্ত প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় পৌঁছালে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করেন।

সোমবার রাতে ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শহরতলীর বদরপুরে পৌঁছালে জেলা আওয়ামী লীগ, কোতয়ালী আওয়ামী লীগ, জেলা যুবলীগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে খন্দকার মোশাররফ হোসেন দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু, জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ ।

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মঞ্জুর হোসেন বুলবুল। তিনি সোমবার রাতে এলাকায় আসেন। মঞ্জুর হোসেনকে মনোনয়ন দেওয়ায় হতাশ হয়ে পড়েছেন ফরিদপুর-১ আসনের নেতা-কর্মীরা। মেনে নিতে পারছেনা স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ তার নির্বাচনী এলাকা ভাঙ্গায় পৌঁছালে নেতাকর্মীরা ফুল তাকে বরণ করেন। এছাড়াও ফরিদপুর-২ আসনে বহু নাটকীয়তার পর দলের মনোনয়ন পান আরেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তার মনোনয়নের খবর এলাকায় ছড়িয়ে পড়লে নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,আ.লীগ,মনোনয়ন,বরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close