রাজশাহী ব্যুরো

  ১৩ নভেম্বর, ২০১৮

‘মনোনয়ন প্রত্যাশীদের অর্ধেকেরও বেশি কর দেন না’

সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীতা করতে যারা মনোনয়ন ফরম কিনছেন তাদের অর্ধেকেরও বেশি আয়কর দেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী সিটির মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার সকালে রাজশাহী কর অঞ্চল আয়োজিত করমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় লিটন মনোনয়ন প্রত্যাশীদের কর দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

লিটন বলেন, আওয়ামী লীগের ৪ হাজারেরও বেশি মনোনয়ন ফরম তুলেছেন, বিএনপি থেকে কত হাজার তুলবে, আজকে জানা যাবে। দয়া করে যদি একটু খোঁজ নিয়ে দেখেন, তাহলে দেখবেন আমার বিশ্বাস মনোনয়ন প্রত্যাশীদের ৫০ শতাংশেরও বেশি এক টাকাও ট্যাক্স দেয় না। এদের ধরা দরকার।

রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আলমগীর হোসেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনি ও রাজশাহী আয়কর আইনজীবী সমিতির সভাপতি মহসীন খান।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মনোনয়ন,প্রত্যাশী,কর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close