নিজস্ব প্রতিবেদক

  ১২ নভেম্বর, ২০১৮

জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনলেন হিরো আলম

আলোচনা সমালোচনা শেষে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ ‘হিরো আলম’। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। সেই দিনটি সামনে রেখে চলছে বিভিন্ন দলের মনোনয়নপত্র বিতরণ। হিরো আলমও প্রস্তুত ছিলেন।

সোমবার বিকেলে জাতীয় পার্টি থেকে বগুড়া-৬ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন বলে জানালেন হিরো আলম।

প্রতিদিনের সংবাদকে হিরো আলম বলেন, আলহামদুলিল্লাহ আজ জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনলাম। আগামীকাল জমা দেবো। আমি ভক্ত ও দেশবাসীর কাছে দোয়া চাইছি।

হিরো আলম আরও বলেন, ‘আমি নিজে গরিব, আমি গরিবের কষ্ট বুঝি। মানুষের উপকারে আসার চেষ্টা করি সব সময়। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়ে আমি আজকের হিরো আলম হয়েছি। নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই। আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই।’

হিরো আলমের আসল নাম আশরাফুল হোসেন আলম। এর আগে তিনি জানিয়ে ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে চান তিনি। হিরো আলম আসলেই কি স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন নাকি কোনো দলের হয়ে নির্বাচন করবেন জানার জন্য অপেক্ষা করতে হবে আজকের দিনটি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিরো আলম,মনোনয়ন ফরম,জাতীয় পার্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close