reporterঅনলাইন ডেস্ক
  ১০ নভেম্বর, ২০১৮

বিকেলে বিএনপি, সন্ধ্যায় ২০ দল, রাতে বসবে ঐক্যফ্রন্ট

নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আলাদা আলাদা বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট।

আগামী নির্বাচনী পরিকল্পনা তৈরি করতে শনিবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে করবেন বিএনপির নেতারা।

পরে সন্ধ্যা ৬টায় বৈঠকে বসবে ২০ দলীয় জোট। নির্বাচন, মনোনয়ন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা ও মতামত গ্রহণ করতে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই ইস্যুতে রাতে ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় সন্ধ্যা ৮টায় বৈঠকে বসবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নিতে জোটগত সিদ্ধান্ত নিতে বৈঠক করবেন নেতারা। এছাড়া জোটগতভাবে প্রার্থী দিতে হলে ৩ দিনের মধ্যে তা জানাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। তাই আজকের উভয় জোটের বৈঠকে এ বিষয়টিও আলোচনায় আসবে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,২০ দল,ঐক্যফ্রন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close