reporterঅনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর, ২০১৮

ঐক্যফ্রন্টের রোডমার্চ স্থগিত, রাজশাহীতে সমাবেশ

আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে জাতীয় ঐক্যফ্রন্ট যে রোডমার্চ কর্মসূচি পালন করার কথা ছিলো, তা স্থগিত করেছে ঐক্যফ্রন্ট। তবে পরদিন শুক্রবার রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এই তথ্য জানিয়েছেন। তবে কী কারণে রোডমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে, তা জানাতে পারেননি তিনি।

রাজশাহী নগরীর গণকপাড়া মোড়ে সমাবেশের জন্য পুলিশ তাদের অনুমতি দিয়েছে। তবে সমাবেশের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পছন্দ ছিল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। কিন্তু এখানে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

সমাবেশ করতে পুলিশের অনুমতির জন্য গত ২২ অক্টোবর জাতীয় ঐক্যের বড় শরিকদল বিএনপির রাজশাহী মহানগরের সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন।

সর্বশেষ বুধবার দুপুরেও মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন আরএমপি কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। এরপর বুধবার বিকালে পুলিশ তাদের সমাবেশের অনুমতি দেয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোডমার্চ,জাতীয় ঐক্যফ্রন্ট,সমাবেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close