reporterঅনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর, ২০১৮

ঐক্যফ্রন্ট নেতাদের প্রধানমন্ত্রীর ধন্যবাদ

ফাইল ছবি

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সম্পন্ন করায় জাতীয় ঐক্যফ্রন্টকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে জোটটির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের সূচনা বক্তব্যে ঐক্যফ্রন্টকে ধন্যবাদ দেন সরকারপ্রধান।

গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর সিলেট ও চট্টগ্রামে সমাবেশ করে এই জোট। তবে রাজধানীতে তারা প্রথম সমাবেশ করে গতকাল মঙ্গলবার। আর জোটটি তাদের কর্মসূচি সম্পন্ন করে সুষ্ঠুভাবেই। আজ সকাল ১১টায় দ্বিতীয় দফার এই সংলাপ শুরু হয়েছে। এতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ১১ জন অংশ নিয়েছেন।

সংলাপে অংশ নিতে সকাল সাড়ে ১০টা থেকে ঐক্যফ্রন্টের নেতারা গণভবনে ঢোকেন। এর আগে গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় ঐক্যফ্রন্টের নেতারা জানান, সংলাপে সমঝোতা না হলে ৮ নভেম্বর ঢাকা থেকে রোডমার্চ করে ৯ নভেম্বর রাজশাহীতে জনসভা করবেন। গণভবনে ঢোকার আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ বলেন, সংবিধানের বাইরে কোনো দাবি মানা হবে না।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধন্যবাদ,প্রধানমন্ত্রী,জাতীয় ঐক্যফ্রন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close