reporterঅনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর, ২০১৮

নয়াপল্টনে তরিকুলের প্রথম জানাজা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার জানাজা হয়। এতে শীর্ষ নেতাসহ দলটির কর্মীরা অংশ নেন।

এর আগে সকাল ১০টার পর তরিকুল ইসলামের মরদেহ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হয়েছে। এরপর দলের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এখন মরদেহ নেয়া হবে জাতীয় সংসদ ভবনে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে হেলিকপ্টারে করে মরদেহ নেয়া হবে যশোরে। যশোর ঈদগা মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে।

গতকাল রোববার বিকাল ৫টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান তরিকুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। যশোর থেকে চারবার নির্বাচনে জিতে সংসদে যাওয়া তরিকুল চারদলীয় জোট সরকারের তথ্য এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার সময় খালেদা জিয়ার সরকারে প্রথমে সমাজকল্যাণ এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হন প্রয়াত বিএনপি নেতা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,তরিকুল ইসলাম,জানাজা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close