reporterঅনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর, ২০১৮

আবারো সংলাপ হতে পারে : কাদের

সংলাপের বিষয়ে আমরা আশাবাদী। শুরুটা ভালো হয়েছে। চাইলে ছোট পরিসরে আবারো সংলাপ হতে পারে। প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা। আ. লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেছেন।

তিনি আরো বলেন, বৃহস্পতিবারের সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমি তো মনে করি না এখানে ব্যর্থতার কিছু আছে। তাদের (জাতীয় ঐক্যফ্রন্ট) ৭ দফার ৩টি বিষয়ে আমাদের কোনও বাধা, আপত্তি থাকবে না।

আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর ভিজিটর সেন্টার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরো বলেন, আমাদের মধ্যে ভিন্নমত ছিলো বিএনপির ব্যাপারে, থাকাটাও খুব স্বাভাবিক। তারপরও আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমাদের সবার আস্থা আছে নেত্রীর ওপর। তিনি যা করবেন জাতীয় স্বার্থে করবেন।

কাদের বলেন, তারা (জাতীয় ঐক্যফ্রন্ট) যদি চায় ছোট পরিসরে আবারো আলোচনা হতে পারে। এ ব্যাপারে তাদের সিদ্ধান্তের ওপর শেখ হাসিনা ছেড়ে দিয়েছেন, তারা যদি চান তাহলে আমাদের জানাতে পারেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওবায়দুল কাদের,সংলাপ,ঐক্যফ্রন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close