reporterঅনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর, ২০১৮

একটি বিষয়েই সমাধান মিলেছে : ড. কামাল

সভা-সমাবেশ ছাড়া কোনও বিষয়ে বিশেষ সমাধান পাননি বলে জানান তিনি

গণভবনে সংলাপ শেষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন জানান, সভা-সমাবেশ ছাড়া কোনও বিষয়ে বিশেষ সমাধান পাইনি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর বেইলি রোডের নিজ বাসভবনে গণমাধ্যমের সামনে মুখোমুখি হলে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাড়ে তিন ঘণ্টার সংলাপে মাত্র একটি বিষয়েই সমাধান মিলেছে। গণভবনে আমরা আমাদের দাবি তুলে ধরেছি। সবার কথা শোনার পর প্রধানমন্ত্রী লম্বা বক্তৃতা দিলেন। বিশেষ কোনও সমাধান আমরা পাইনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগেই মন্তব্য করেছি, সংলাপে আমি সন্তুষ্ট নই।

গণফোরাম নেতা সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তাদের জানিয়েছেন, এখন থেকে রাজনৈতিক সভা-সমাবেশে কোনো বাধা থাকবে না। প্রধানমন্ত্রী তাদের কাছে গণগ্রেপ্তার বা গায়েবি মামলার তালিকা চেয়েছেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

এর আগে গণভবনে সংলাপ শেষ করে গাড়িতে উঠার সময় ড. কামাল সাংবাদিকদের সংক্ষেপে বলেন, সংলাপ ভালো হয়েছে। তবে সংলাপে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেসময় তা তিনি উল্লেখ করেননি।

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনে সাংবাদিকদের বলেছেন, খোলামেলা আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী অখণ্ড মনোযোগ দিয়ে সবার কথা শুনেছেন।

এর আগে গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রবেশ করে। এ সময় ঐক্যফ্রন্টের নেতাদের স্বাগত জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও বিশেষ সহকারী সাইফুজ্জামান শেখর।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংলাপ,ঐক্যফ্রন্ট,ড. কামাল হোসেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close