ফরিদপুর প্রতিনিধি

  ২৮ অক্টোবর, ২০১৮

‘রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনাই বেগম জিয়ার মুক্তির উপায়’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে এক নির্বাচনী জনসভায় স্থানীয় সরকার (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বেগম জিয়ার মুক্তির পথ আপিলের মাধ্যমে অথবা মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। এর বাইরে বিকল্প কোনো পথ নেই।

রোববার বিকেলে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর আরডি একাডেমি মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিএনপি নেতারা তাদের নেত্রীর মুক্তির যে দাবি তুলছেন তা সরকারের পক্ষে কোনও মতে সম্ভব না। এটা আদালতের বিষয়। তিনি চাইলে তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন।

মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহিদ মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। নির্বাচনী সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। জনসভায় এসে মন্ত্রী স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাষ্ট্রপতি,ক্ষমা,প্রার্থনা,বেগম জিয়া,মুক্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close