সিলেট ব্যুরো

  ২৬ অক্টোবর, ২০১৮

‘জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা অযৌক্তিক’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে বিভিন্ন জোটের তোরজোড় চলছে। এসব করে লাভ নেই। দেশের মানুষ জানে আওয়ামী লীগ বিজয়ী হলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আদর্শ না থাকলে কোন জোট করে লাভ নেই। জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা যে দাবিগুলো দিয়েছে, তা সংবিধানসম্মত নয়। তাদের একটি দাবিও যৌক্তিক নয়। সুতরাং তাদের দাবি মানার কোনও প্রশ্নই আসেনা।’

শুক্রবার বিকেলে সিলেট আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

সম্প্রতি বিএনপির সাথে আওয়ামী লীগের সাবেক কয়েকজন নেতার জাতীয় ঐক্যফ্রন্ট গঠন প্রসঙ্গ টেনে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের সাথে ঐক্য করা যায় না। এটা মুনাফিকি। ঐক্যফ্রন্ট গঠন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা জোট করেছে, তবে তাদের মধ্যে রাজনৈতিক আদর্শের মিল নেই। তারা মুখে যতো কথাই বলুক, নির্বাচন করা ছাড়া পথ নেই। নির্বাচন হবেই। নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা। আমরা যারা সরকারে থাকবো, তারা রুটিন ওয়ার্ক করবো।’

এর আগে শুক্রবার বিকেলে নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে সিলেট চেম্বার অব কমার্স আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার সিপার আহমদ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয়,ঐক্যফ্রন্ট,৭ দফা,অযৌক্তিক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close