সিলেট ব্যুরো

  ২৪ অক্টোবর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে দু’পক্ষের হাতাহাতি

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার সমাবেশ শুরুর আধাঘণ্টার মাথায় রেজিস্ট্রি মাঠের গেইটে এ ঘটনাটি ঘটে। এ সময় জনসভাস্থলে আসা লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

দুপুর ১টা ৫৫ মিনিটে রেজিস্ট্রি মাঠে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ পরিচালনায় সমাবেশটি শুরু হয়।

বেলা ২টা ২৭ মিনিটে সমাবেশস্থলে এসে উপস্থিত হন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট,ঐক্যফ্রন্ট,সমাবেশ,হাতাহাতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close