রাজশাহী ব্যুরো

  ২৩ অক্টোবর, ২০১৮

রাজশাহীর একটি আসনে নারী প্রার্থীর দাবিতে মানববন্ধন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর একটি আসন নারীর জন্য বরাদ্দের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মর্জিনা পারভীন। তিনি জানান, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু নির্বাচনের মত জায়গা থেকে নারীরা অনেক পিছেয়ে আছে।

দেশের ৩০০ আসনের মধ্যে ১০০টিতে নারীদের মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে মর্জিনা পারভীন বলেন, রাজশাহীতে ছয়টি আসন রয়েছে। বর্তমানের রাজশাহীর ছয়টি আসনেই পুরুষ সংসদ সদস্য রয়েছে। আগামী নির্বাচনে একটি নারী প্রার্থীদের জন্য দিতে হবে। দেশের সব রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নারীদের সুযোগ দেয়ার দাবি জানান তিনি।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী,একটি,আসন,নারী প্রার্থী,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close