reporterঅনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর, ২০১৮

সমাবেশ করতে সিলেট যাবে জাতীয় ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আগামী ২৪ অক্টোবর সিলেটে সমাবেশ করার অনুমতি না পেলেও সিলেট যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ওইদিন সিলেটে হজরত শাহজালাল, শাহ পরান এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত করবেন। এরপর গণসংযোগের মাধ্যমে তারা তাদের দাবি জনগণকে জানানোর কর্মসূচি পালন করবেন।

রাজধানীর ধানমণ্ডিতে শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের এক বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এ কর্মসূচি ঘোষণা করেন।

বৈঠকের পর মন্টু সাংবাদিকদের বলেন, 'সিলেটে ২৩ অক্টোবর জনসভার জন্য অনুমতি চেয়েছিলাম, সেটা সরকার দেয় নাই। সেদিন স্বেচ্ছাসেবক লীগের একটি সমাবেশ রয়েছে। তাই ২৩ তারিখের পরিবর্তে ২৪ তারিখ চেয়েছি। সেদিন জনসভা করবো আশা করছি।'

তিনি বলেন, '২৪ অক্টোবর আমরা সিলেটে গিয়ে প্রথমে হজরত শাহ জালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারত করবো। এরপরে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমওজি ওসমানির মাজার জিয়ারত করবো। এরপরে জনসভার কাজ শুরু করবো।'

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির প্রেসিডিয়াম সদস্য তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় ঐক্যফ্রন্ট,সমাবেশ,জাতীয় ঐক্য,গণফোরাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close