ঝালকাঠি প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০১৮

‘দলের নীতি আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে’

আওয়ামী লীগের নেতাকর্মীদের দলের আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নেতাকর্মীরা কেউ আদর্শচ্যুত হলে আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না।

শুক্রবার বিকেলে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দাবি করে শিল্পমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সবখানে ছড়িয়ে দিতে হবে। শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, তাতে টানা ৩০ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কথা। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানান শিল্পমন্ত্রী।

পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন খান শাহিনসহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দল,নীতি আদর্শ,রাজনীতি,আমির হোসেন আমু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close