আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১২ অক্টোবর, ২০১৮

আখাউড়ায় আইনমন্ত্রী

‘রায় নিয়ে বিএনপির কর্মসূচিতে মানুষ অংশগ্রহণ করেনি’

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, রায় নিয়ে বিএনপি যে কর্মসূচি দিয়েছে তাতে সাধারণ মানুষ অংশগ্রহণ করেনি। তিনি আরও বলেন, আমরা রায় দেখব, রায় দেখে বিশ্লেষণ করে এটার বিরোধে আমরা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেব।

শুক্রবার দুপুরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমূল চকবাজারের কৃষকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূইয়া, মন্ত্রীর একান্ত সহকারী সচিব রাশেদুল কাউছার ভূইয়া জীবন, মনিয়ন্দ ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন ভূইয়া প্রমুখ।

এর আগে আইনমন্ত্রী সকালে আখাউড়া পৌর শহরের সড়ক বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও দলীয় লিফলেট বিতরণ করেছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম ভূইয়া, সেলিম ভূইয়া, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, সাধারণ সম্পাদক কাজী লিটন খাদেম, সিএন্ডএফ সাধারণ সম্পাদক ফোরকান খলিফা, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ।

সকাল সাড়ে দশটায় মন্ত্রী ট্রেনযোগে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছান।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আখাউড়া,আইনমন্ত্রী,রায়,বিএনপি,কর্মসূচী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close