reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০১৮

রায় ফরমায়েশি কীভাবে : ফখরুলকে কাদের

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ‘ফরমায়েশি’ আখ্যা দেয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ফখরুল কিভাবে বললেন যে, এ রায় ফরমায়েশি? কোনো বিবেকবান মানুষ কি এ রায়কে ফরমায়েশি বলতে পারে?

আজ বৃহস্পতিবার রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একুশ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি জড়িত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালতের রায়ে অপরাধী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন দণ্ডিত হয়েছেন। তৎকালীন প্রধানমন্ত্রী যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনিও এ দায় থেকে রক্ষা পেতে পারেন না। তারও সাজা হওয়া উচিত ছিল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একুশ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান। হাওয়া ভবনে হামলার ছক আঁকা হয়েছে। রায়ে তারেক রহমানের সাজা হয়েছে। এ রায় কি ফরমায়েশি? একজন বিবেকমান মানুষও কি এ কথা বলতে পারে? তাহলে বিএনপি নেতারা কি করে এ কথা বললেন। একজন বিবেকবান মানুষও এ রায়কে ফরমায়েশি বলতে পারবেন না।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
একুশ আগস্ট,গ্রেনেড হামলা,আওয়ামী লীগ,ফরমায়েশি,ওবায়দুল কাদের
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close